প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে সড়ক দুর্ঘটনা; আহত ১৩

বান্দরবানে সড়ক দুর্ঘটনা; আহত ১৩

বান্দরবান কেরাণীহাট সড়কের যৌথ খামাড় এলাকায় র্দুঘটনা কবলিত সেন্টমার্টিন পরিবহন ও আদিল পরিবহনের বাস।

সেন্টমার্টিন পরিবহণের একটি বাসের সাথে আদিল পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ যাত্রী আহত হয়েছেন। বান্দরবান কেরাণীহাট সড়কের যোৗথ খামাড় এলাকায় সকাল ১০ টার দিকে ‍দুর্ঘটনাটি ঘটে সেন্টমার্টিন পরিবহনের বাসটি ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসছিল। এসময় বান্দরবান থেকে কেরাণীহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আদিল পরিবহনের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।

দুর্ঘটনার পরপর দমকল বাহিনীর সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান দমকল বাহিনীর ষ্টেশন অফিসার ফরহাদ হোসেন।

এ ঘটনায় উভয় বাসের চালকসহ ১৩ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে আদিল পরিবহণের চালক মো. শফির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সদর হাসপাতালের চিকিৎসকরা। গুরুতর আহত শফিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

শেয়ার করুন