বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় সেনাবাহিনীর একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সৈনিক নিহত হয়েছেন। নিহত সৈনিকের নাম শিমুল (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
১৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টার দিকে আলীকদম-থানচি সড়কের ডিম পাহাড় এলাকার ২৮ কিলোমিটার স্থানে এ ঘটনা ঘটে।
থানচি থানার সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জীপটি আলীকদম থেকে থানচি আসছিল। ২৮ কিলোমিটার স্থানে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫শ’ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় সৈনিক শিমুল ঘটনাস্থলে মারা যান। আহতরা হলেন জীপের চালক কর্পোরাল প্রবীর (২৬), সৈনিক ফরহাদ ও সৈনিক ইব্রাহিম। আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
থানচি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।