বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত সুবীর নন্দী স্মরণে শোকসভা করেছে বান্দরবানের শিল্পী সমাজ। রোববার বিকেলে বান্দরবান শহরের শিশু একাডেমি মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়।
প্রবীণ শিক্ষক দীপ্তি কুমার বড়–য়ার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, উপস্থাপক ও সঙ্গীত শিল্পী মিলন ভট্টাচার্য্য, শিল্পী চথুইফ্রু, শান্তি সারকী, থোয়াইচিংপ্রু নীলু, জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান প্রামাণিক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা দেশবরেণ্য শিল্পী সুবীর নন্দীর বান্দরবানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবার স্মৃতিচারণ করেন। সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক রাজেশ দাশ।