পার্বত্য শান্তিচুক্তির ২০ বছরপূর্তিতে বান্দরবানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ২ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয় রাজার মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুস্থ শিক্ষার্থীদেরকে দেওয়া হয় শিক্ষাসামগ্রী। এছাড়া শনি ও রবিবার দ্ইু দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে এসব কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। তাঁর সাথে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, পৌরসভার মেয়র মোঃ ইসলাম বেবী, সেনা রিজিয়নের জি এস ও-টু মেজর মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলমসহ জেলার বিশিষ্টজনেরা।