বান্দরবানের শরীর গঠনের প্রতিষ্ঠান “বান্দরবান জিম এন্ড স্পোর্টস জোনে”র এক বছর পূর্তি উপলক্ষে মোটর সাইকেল কসরতের প্রদর্শনী “বাইক ষ্টান্ট শো” অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে শহরের রাজার মাঠ সংলগ্ন সড়কে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বন্দর নগরী চট্টগামের অর্ধশতাধিক সৌখিন মোটর সাইকেল চালক এতে অংশ নেন।
এর আগে মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ নেন বান্দরবান জিম ও র্স্পোটস জোনের সদস্যরা।
বাইক ষ্টান্ট শো’র অন্যতম উদ্যোক্তা বান্দরবান জিমের পরিচালক ইমতিয়াজ জিতু জানান, “বান্দরবান জিম এন্ড স্পোর্টস জোনের” বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতেই মূলত এই আয়োজন। তাছাড়া আমরা ষ্টান্ট কে একটি খেলা হিসেবে সারা দেশে পরিচিত করে তুলতে কাজ করছি। তরুন প্রজন্মকে মাদক থেকে দুরে রাখতে বাইক ষ্টান্ট একটি চমৎকার খেলা।
চট্টগ্রামের সৌখিন বাইক ষ্টান্টার আলী শিপন জানান, বাইক ষ্টান্ট বিপদজনক হলেও পৃথিবীর বিভিন্ন দেশে এই এই খেলার প্রচলন রয়েছে। বাংলাদেশের বিভিন্ন যায়গার সৌখিন বাইকাররাও বাইকের কসরত অনুশীলন করে থাকেন। তবে প্রশিক্ষন ও নিরাপত্তা পোষাক ছাড়া বাইক নিয়ে কোন কসরতের চেষ্টা করা উচিত নয়।
উচ্চ গতির নামি দামি ব্রান্ডের মোটর সাইকেলে চেপে শরীর হিম করা ভয়ঙ্কর সব কসরত প্রদর্শনীর আয়োজন দেখতে বান্দরবানের রাজার মাঠ সংলগ্ন সড়কের দু’পাশে হাজার খানেক দর্শক কিছুক্ষনের জন্য হারিয়ে গিয়েছিলন অন্য এক জগতে। টানা উত্তেজনা নিয়ে উপভোগ করেন মোটর সাইকেলের নানা ভয়ঙ্কর কসরত।
এসময় ইমানুয়েল মেডিকেল সেন্টার থেকে বালিকা বিদ্যালয় পর্যন্ত সড়কে দীর্ঘ এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়। পরে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে প্রদর্শণী সড়ক থেকে সরিয়ে রাজার মাঠে নিয়ে যান আয়োজকরা।
আগামিতে আরো জাঁকজমকভাবে এ আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা।