এবার ফার্নিচার দোকানের শব্দদূষণকারী মেশিন জব্দ করলেন পৌর কাউন্সিলর। বান্দরবান পৌর এলাকার ৫নং ওয়ার্ড উজানী পাড়া এলাকার বিভিন্ন ফার্নিচারের দোকান থেকে গত সোমবার সন্ধ্যায় এসব মেশিন জব্দ করা হয়। জেএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে এসব ফার্নিচার দোকানকে বারবার সতর্ক করার পরও মেশিন বন্ধ না রাখায় এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পৌর কাউন্সিলর থুইসিংপ্রু লুবু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লুবু’র দেয়া স্ট্যাটাসে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শহরের অনেক নাগরিক।
পরে শুধুমাত্র সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এসব মেশিন ব্যবহার করা হবে- এরকম মুচলেকা নিয়ে মঙ্গলবার সকালে মেশিনগুলো ফেরত দেয়া হয়েছে।
        











