বান্দরবান সদর উপজেলার মিনঝিরি পাড়া থেকে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ভিক্ষুর নাম ভদন্ত নন্দ বংশ মহাথের (৭৪)। ১২ জুন রবিবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নন্দ বংশ মহাথের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধা গ্রামের মৃত মংহ্লাচিং এর পুত্র।
বিহারটির নিবাসী উত্তরা ভিক্ষু জানান, ভোরের প্রার্থণার পর আহারের প্রস্তুতি নিতে ফুল তুলতে গেলে ভিক্ষুকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মেখ্যাইংচিং মারমা নামের স্থানীয় এক কিশোরী। পরে স্থানীয়রা কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমাকে বিষয়টা জানান।
চেয়ারম্যান মংপু মারমা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, চেয়ারম্যান মংপু মারমার কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। সদর হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।


















