বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারি বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪দিন পর পাকিস্তানে বন্দীদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি আজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরেছিলেন। দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে বিএনপি-জামায়াত’সহ ষড়যন্ত্রকারীরা স্বাধীন দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।