বান্দরবানে ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ২৩ জুন সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিউটটের মহাপরিচালক মোঃ রফিকুজ্জামান। কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং-এর জন্য ইলেকট্রনিক মিডিয়ার জেলা প্রতিনিধিদের বিশেষ ধরনের ফিচার তৈরির কৌশল শেখানো হবে।
উদ্বোধনী অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোঃ নজরুল ইসলাম (প্রশিক্ষণ প্রকৌশল), উপ-পরিচালক সুমনা পারভিন (টিভি অনুষ্ঠান প্রশিক্ষণ), সহকারি পরিচালক মোঃ জসিম উদ্দিন (টিভি প্রশিক্ষণ প্রকৌশল), প্রোগ্রামার মোঃ আবদুস সালাম, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন ও সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।
কর্মশালায় বান্দরবান সদরসহ বিভিন্ন উপজেলার ২৫জন সংবাদকর্মী অংশ নিচ্ছেন।