বান্দরবানে নিম্নমানের মিষ্টি বিক্রির দায়ে বনফুল-এর শাখা মালিক গ্রেফতার

banoful-bandarban
বান্দরবান শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বনফুল এর শাখা।

বান্দরবানে নিম্নমানের মিষ্টি বিক্রির দায়ে বনফুল এন্ড কোং এর শাখা মালিক খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৫ জুলাই বুধবার বান্দরবান বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এসএম এমরান এ আদেশ দেন।

আদালতের সূত্র জানিয়েছে, গত ১৫ জুন নিরাপদ খাদ্য আইনের আওতায় বনফুল এন্ড কোং এর বান্দরবান শাখায় অভিযান চালানো হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাসের নেতৃত্বে এ অভিযানে খাওয়ার অযোগ্য নিম্নমানের রসমালাই বিক্রির দায়ে শাখা মালিক খোরশেদ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ মামলার প্রেক্ষিতে ৫ জুলাই বুধবার জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক খোরশেদ আলম এর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

শেয়ার করুন