ঈদের ছুটি থেকে শুরু হচ্ছে বিশেষ ছাড়
বর্ষায় বান্দরবান ভ্রমণে কোথায় কত ডিসকাউন্ট?

বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্র।

বর্ষায় ভ্রমণপ্রেমী মানুষের বান্দরবান ভ্রমনকে আরো সহজ করে তুলতে জেলার পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করেছে।

জেলা প্রশাসন:
জেলা প্রশাসন পরিচালিত নীলাচল পর্যটন কেন্দ্রের এন্ট্রি ফি ২০% কম থাকবে ঈদুল আযহার ছুটির প্রথম দিন থেকে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত।
সূত্র: ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান।

বান্দরবান হোটেল এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন:
জেলার হোটেল মোটেলগুলোতে মানভেদে ২০ থেকে ৫০% পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে পুরো বর্ষা মৌসুম জুড়েই।
সূত্র: মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, বান্দরবান হোটেল এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন।

জীপ, মাইক্রোবাস মালিক সমিতি:
জেলার অভ্যন্তরে পর্যটকবাহী জীপ, মাইক্রোবাস ও পিকআপে (চাঁদের গাড়ি) ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০% ছাড় ঘোষণা করা হয়েছে।
সূত্র: মোঃ নাছিরুল আলম, সভাপতি, বান্দরবান জীপ, মাইক্রোবাস, পিকআপ মালিক সমবায় সমিতি।

শেয়ার করুন