বান্দরবানে এক ব্যবসায়ীর কাছে থেকে চাঁদা দাবির অভিযোগে ওয়াসিম ত্রিপুরা (২৭) এবং অংথোয়াইচিং মার্মা (৩০) নামের দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী। রবিবার দুপুরে তাদের বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আটক করা হয়। আটককৃত ওয়াসিম কালাঘাটার গুণধর ত্রিপুরার ছেলে এবং অংথোয়াইচিং মধ্যম পাড়া এলাকার চয়হ্লা প্রু’র ছেলে।
চাঁদা দাবির অভিযোগকারী ব্যবসায়ী এইচ এম সম্রাট বলেন, কিছুদিন ধরে মোবাইল ফোনে এমএন লারমা গ্রুপের নামে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন ওয়াসিম ত্রিপুরা। রবিবার দুপুরের মধ্যে টাকা পরিশোধের সময় বেঁধে দেয় ওয়াসিম। বিষয়টি আমি আইনশৃংখলা বাহিনীকে আগেই জানিয়ে রাখায় চাঁদার টাকা বুঝে নেয়ার সময় বাজারের বনফুলের সামনে থেকে হাতেনাতে ধরা পড়ে ওয়াসিম ও তার সহযোগী অং।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, চাাঁদাবাজির অভিযোগে অভিযুক্তদের চাঁদার টাকা ও রশিদসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে আটক জেলা দলের ফুটবলার অংথোয়াইচিং চাাঁদাবাজির ঘটনায় জড়িত নন এবং তাকে কোনভাবে ফাসিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে তার স্ত্রী। জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মো. নাছির উদ্দীন বলেন, আটক অংথোয়াচিং বিজেএমসি’র একজন পেশাদার ফুটবলার। ফুটবলই তার সাধনা, সে বেশিরভাগ সময় ঢাকায় থাকে। তার চাঁদাবাজিতে জড়িত থাকার কথা নয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার মুক্তি দাবি করছি।