বান্দরবানে নতুন সশস্ত্র সংগঠন কেএনএফ -এর কর্মকান্ডে গ্রাম ছেড়ে বিভিন্ন দূরবর্তী জায়গায় আশ্রয় নেওয়া লোকজন নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন। ৫ নভেম্বর শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে কেএনএফ এর সশরীর বৈঠকে উভয় পক্ষের সমঝোতার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া বমরা তাদের পাড়ায় ফিরছেন।
গত শনিবার থানচি উপজেলার প্রাতাপাড়ার ১২ পরিবার, রবিবার রোয়াংছড়িতে ফিরেছে দুর্নিবারপাড়ার ২৭, ক্যাপলংপাড়ার ১৭ ও পাইংক্ষ্যংপাড়ার ২৪ পরিবার। তবে রুমার ৬ পাড়ার বম পরিবারগুলো কবে ফিরতে পারবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শান্তি প্রতিষ্ঠা কমিটির বৈঠকের সূত্র অনুযায়ী, ধীরে ধীরে সবারই নিজ গ্রামে ফিরে আসার পরিবেশ তৈরি করা হচ্ছে। গত ২৯ মে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়। কমিটি কেএনএফ-এর নেতৃবৃন্দের সাথে দফায় দফায় অনলাইন বৈঠক করার পর গত ৫ নভেম্বর রুমায় এক সশরীর বৈঠকে মিলিত হয়।
গত কয়েক মাস ধরে কেএনএফ এর তৎপরতাসহ নানা রকম চাপের মুখে রুমা থেকে ৬ পরিবার, রোয়াংছড়ি ও থানচির ২ পরিবার, মোট ৮টি বম পাড়ার সমস্ত লোকজন অন্যত্র আশ্রয় নেন। এছাড়া তিন উপজেলার আরো বেশ কিছু পাড়া থেকে অনেক লোকজন এলাকাছাড়া হয়ে যান। সব মিলিয়ে প্রায় সাড়ে তিনশ’ পরিবার কয়েক মাস ধরে তাদের এলাকার বাইরে এক প্রকার আত্মগোপনে দিন কাটায়।
ফিরে আসা প্রতি পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডালসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর জানান, প্রাতাপাড়ার ১২টি বম পরিবার পাড়ায় ফিরেছে। তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে।