ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতার দাবিতে বান্দরবানে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা।
মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় মানববন্ধন ও কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার সভাপতি ফারহানা ফাহিম, সহ-সভাপিত সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান, সাংগঠনিক জনি আকতার, দপ্তর সম্পাদক দোলনা প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী, ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের শেষ ছয় মাসের ইন্টার্নশিপে নিদিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার বিষয়ে বলা থাকলেও, বর্তমানে তারা কোনো ভাতা পান না।
এই ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ইন্টার্ন ভাতা বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় এই আন্দোলন।