বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ১৪ জুলাই শুক্রবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।
তবে, দুর্গম এলাকায় যাবার আগে পর্যটকদেরকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির হালনাগাদ তথ্য জেনে নিতে বলা হয়েছে আদেশটিতে।
গত কয়েক মাস ধরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ চলে আসছিলো। এর প্রেক্ষিতে অস্ত্রধারীদের দমনে বিশেষ অভিযান শুরু হয়। সে সময় পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়।
১৪ মার্চ এ গণবিজ্ঞপ্তি জারির পর এলাকার পর্যটন শিল্পে ধস নামে। রোয়াংছড়ির দেবতা খুম, রুমা উপজেলার বগালেক, থানচি উপজেলার তিন্দু, রেমাক্রী, নাফাখুমসহ বেশ কিছু দর্শনীয় স্থানে পর্যটকদের যাতায়াত বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট এলাকার হোটেল, রিসোর্টসহ পর্যটনসংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াতে বেকার হয়ে পড়ে ট্যুরিস্ট গাইড, পরিবহন শ্রমিকসহ এ খাতের কয়েক হাজার মানুষ।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সেনাবাহিনীর সুপারিশের ভিত্তিতে চার মাস পর এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।