বান্দরবানের নীলগিরি এলাকায় হোটেল নির্মাণের প্রতিবাদে স্থানীয়দের ‘কালচারাল শো-ডাউন’

এভাবেই নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে বাঁশির সুরে সুরে পর্যটন স্থাপনা নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন বান্দরবানের ম্রো জনগোষ্ঠীর মানুষেরা। চিম্বুক পাহাড়ের নীলগিরি সংলগ্ন এলাকায় নতুন হোটেল নির্মিত হলে সেখানে শত বছর ধরে চলে আসা স্বাভাবিক জীবনপ্রবাহ বাধাগ্রস্থ হবে বলে মনে করেন স্থানীয়রা। এছাড়া ৭০ থেকে ১১৬টি পাড়ার প্রায় ১০ হাজার জুমচাষী ক্ষতিগ্রস্থ হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। ভিডিও সংবাদটি দেখতে এখানে ক্লিক করুন

রোববার সকালে চিম্বুক-থানচি সড়কের কাপ্রু পাড়ায় এই প্রতীকি প্রতিবাদ সমাবেশে স্থানীয় পাড়াপ্রধান-কারবারীসহ প্রায় ২৫টি পাড়ার শতাধিক বাসিন্দা অংশ নেন।

শেয়ার করুন