বান্দরবানের এক দিনের ব্যবধানে জনসংহতি সমিতির আরো এক সমর্থক খুন

extrajudicial-killing

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির আরো একজন সমর্থক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জয়মনি তঞ্চঙ্গ্যা (৫২)। বৃহষ্পতিবার রাত আটটার দিকে বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ হত্যাকান্ড হয়েছে।

কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, প্রায় ৫/৬ জনের অস্ত্রধারী সন্ত্রাসী দল কুহালংয়ের ৩ নম্বর রাবার বাগান এলাকায় হানা দেয়। এ সময় তারা জনসংহতি সমিতির কর্মী রিপন তঞ্চঙ্গ্যার খোঁজ করে। তাকে না পেয়ে তার পিতা জয়মনি তঞ্চঙ্গ্যাকে হত্যা করে পালিয়ে যায়।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে গেছেন। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। সেনা সদস্যরাও সেখানে গেছেন। সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

গত ৭ মে মঙ্গলবার একই এলাকার তাইংখালী পাড়ায় হানা দিয়ে বিনয় তঞ্চঙ্গ্যা নামের জনসংহতি সমিতির এক কর্মীকে হত্যা করে সন্ত্রাসীরা। তার একদিন পর বৃহষ্পতিবার রাতে আবারো এ হত্যাকান্ড ঘটলো।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে জনসংহতি সমিতির নেতাকর্মীদের অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছেন বলে জানিয়েছে দলটির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র।

শেয়ার করুন