করোনাভাইরাসের মহামারীর কারণে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে অর্থবিভাগ।
বাজেট আইন বা অর্থবিল অনুযায়ী দেশে অর্থবছর শুরু হয় জুন মাসে আর শেষ হয় জুলাই মাসে। সে অনুযায়ী প্রতি বছর জুনের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে বাজেট ঘোষণা করা হয়। এবং সেটা পাস করা হয় জুন মাসের একেবারে শেষেরদিকে। এ বছর করোনাভাইরাসের কারণে বর্তমানে সারাদেশে সরকারি ছুটি চলছে। করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই ছুটি আগামী ঈদুল ফিতর পর্যন্ত বর্ধিত হতে পারে। এজন্য বাজেট প্রনয়ণের প্রস্তুতি বাধার মুখে পড়েছে। সব ধরনের প্রাক বাজেট আলোচনাও বন্ধ রয়েছে। শুধুমাত্র ই-নথির মাধ্যমে অনলাইনে অতি জরুরি কিছু কাজ করছেন অর্থবিভাগের কর্মকর্তারা।
অর্থবিভাগের সূত্রমতে, বাজেট ঘোষণা দুই মাস পিছিয়ে আগস্টে হতে পারে। তবে এটা চূড়ান্ত নয়। এর জন্য আইন মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। যা ইতিমধ্যে চাওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট ঘোষণা না পেছানোর পক্ষে মত দিয়ে অর্থমন্ত্রীকে বলেছেন এখনই পেছানোর ঘোষণা নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলতি মাসের শেষের দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র জানায়, চলতি বছরের বাজেটের ৮ মাসের বাস্তবায়ন হার বেশ ভালো। তবে শেষ চার মাস মার্চ-জুন করোনাভাইরাসের কারণে বাধার মুখে পড়েছে। প্রায় সব ধরনের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। তবে সরকারের পরিচালনা ব্যয় বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। যা মূলত অনুন্নয়ন খাতের ব্যয় হিসেবে ধরা হয়।
ফলে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে চলতি মাসের শেষের দিকে ঘোষণা আসতে পারে বাজেট ঘোষণা পেছানোর বিষয়ে।