সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের দাফন সম্পন্ন হয়েছে।
১৪ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
দাফনের আগে মোহাম্মদ নাসিমকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়। জানাজার আয়োজনও ছিলো সীমিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে শ্রদ্ধা জানানোর সকল অনুষ্ঠান ও একাধিক জানাজা বাতিল করা হয়। তার নিজ এলাকা সিরাজগঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা বাতিল করা হয়।
১ জুন শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেবার নেবার কথা থাকলেও এর আগেই তার অবস্থার অবনতি হয়। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে। ৫ জুন ব্রেইন স্ট্রোক হলে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়।
চিকিৎসকরা জানান, সিঙ্গাপুর নেবার চেষ্টা করা হলেও তার শারিরীক অবস্থা উপযুক্ত ছিলোনা। অবশেষে ১২ জুন শুক্রবার তিনি মারা যান।