১৭ মার্চ ‘পার্বত্য রত্ন’ খেতাবে ভূষিত হবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ১৬ মার্চ বান্দরবান জেলা আওয়ামী লীগের এক প্রেস ব্রিফিং থেকে এ কথা জানানো হয়।
বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে ৩০ বছর ধরে অবিচ্ছিন্নভাবে অবস্থান ধরে রাখা, বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অসামান্য অবদান, পার্বত্য শান্তিচুক্তি ও এর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা- ইত্যাদি কারণে বান্দরবান জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে এ খেতাবে ভূষিত করা হচ্ছে বলে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী ও যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মারমা, চৌধুরী প্রকাশ বড়ুয়াসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
ব্রিফিংয়ে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় রাজার মাঠে দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
কর্মসূচিতে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, কোরআনখানি ও মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাস্ক বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানানো হয়েছে।