অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আসিফ উদ্দিন আহমদ-এর কবিতার বই ‘স্বপ্নচ্যুত’। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১১ নম্বর প্যাভেলিয়নে। ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেন ফাউন্ডেশন ও জার্নিম্যান বুক্স- যৌথভাবে বইটি প্রকাশ করেছে। প্রচ্ছদ এঁকেছেন কবি তারিক সুজাত। সহযোগিতা করেছে ফেসবুক গ্রুপ ‘পোস্টবক্স’। ২০০ টাকা দামের বইটি মেলায় পাওয়া যাবে ১৫০ টাকায়।
বইটির শিরোনাম-কবিতার কিছু অংশ এরকম-
‘আমার অক্ষমতা আছে। / শুকনো চিটে ধানের বুকে ভরে দিতে পারি না / ঘন মিষ্টি দুধ। তৃষ্ণার কাছে / ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে পারিনা / ঝর্নাকে। / কিন্তু স্বপ্নকে পারি। জরাজীর্ণ বাড়ির উঠোনে / স্বপ্নকে বপন করে বলতে পারি- / দেখো, এই তিন ইঞ্চি চারা / একদিন ফলবতী হয়ে উঠবে। / সুখ-দুঃখ নামের সন্তানেরা পরস্পরের হাত ধরে / বরণ করবে স্বপ্নখচিত নববর্ষকে’।
লেখক পরিচিতি: আসিফ উদ্দিন আহমদ। পেশায় শিক্ষক। বিশ বছরের কর্মজীবনে এন.জি.ও, কর্পোরেট চাকরি, ব্যবসা এবং শিক্ষকতা সবই করেছেন। চাচা শিশুসাহিত্যিক এখলাস উদ্দিন আহমদের হাত ধরেই দুই বাংলার প্রখ্যাত সব সাহিত্যিক, কবি আর চিত্রশিল্পীদের সান্নিধ্য লাভ। অটোগ্রাফ খাতায় তাদের দেওয়া অনুপ্রেরণা আর চাচার স্বপ্ন সবসময় তাড়িয়ে বেড়াতো লেখার জন্যে। কিন্তু তার বিশাল ছায়ার মাঝে থেকে কোনোদিনই আর সাহস হয়ে ওঠেনি। ঢাকা কলেজের বাংলা বিভাগের পরম শ্রদ্ধেয় শিক্ষক আকতারুজ্জামান ইলিয়াস ও আব্দুল্লাহ আবু সায়ীদ এবং সেন্ট যোসেফ স্কুলের বাংলার শিক্ষক শ্রী ফনিন্দ্র ভূষণ বণিক অনুপ্রাণিত করেছেন।