প্রচ্ছদ জেলার খবর প‌রিবহন মা‌লিক, শ্র‌মিক‌দের ডাকা ধর্মঘ‌ট প্রত্যাহা‌রের দা‌বি‌তে আইনজীবিদের মানববন্ধন

প‌রিবহন মা‌লিক, শ্র‌মিক‌দের ডাকা ধর্মঘ‌ট প্রত্যাহা‌রের দা‌বি‌তে আইনজীবিদের মানববন্ধন

সুনামগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের দাবিতে আইনজীবি সমিতির মানববন্ধন।

সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআর‌টি‌সি বাস বন্ধের দা‌বি‌তে প‌রিবহন মা‌লিক-শ্র‌মিক‌দের ডাকা ধর্মঘ‌ট প্রত্যাহা‌রের দা‌বিতে মানববন্ধন ক‌রে‌ছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমি‌তি।

সোমবার দুপুরে জেলা আইনজীবী সমি‌তি প্রাঙ্গ‌নে এ কর্মসূ‌চি পা‌লিত হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট চান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাডভোকেট রুকেস লেইস, অ্যাডভোকেট মতিউর রহমান পীর, অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সোহেল, অ্যাডভোকেট শামছুন নাহার শাহানা রাব্বানী, অ্যাডভোকেট শফিকুল আলম, সৈয়দ শায়েখ আহমদ, পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির নোমেন, মাসুক আলম প্রমুখ। 

মানববন্ধ‌নে আইনজীবী সমি‌তির নেতৃবৃন্দ, সাধারণ জনগনণর বিরুদ্ধে এমন আন্দোলনে পরিবহন মালিক শ্রমিকদের কোনো আইনী সহায়তা প্রদান করা হবে না বলে ঘোষণা দেন।

শেয়ার করুন