আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তড়িঘড়ি করে বদলি আদেশ বাতিলের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নাগরিকদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে-বিপক্ষে নানা মত থাকলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পদক্ষেপের পক্ষেই মত দেখা গেছে বেশি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি আদেশ বাতিলের আদেশটি জারি করা হয় মঙ্গলবার সকালে।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ‘বদলি আদেশটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মিত বদলি আদেশ। তাঁর আদেশের প্রক্রিয়াটি শুরু হয় গত ২৯ মে। আড়ংয়ের অভিযানের আগেই বদলি আদেশটি প্রজ্ঞাপন আকারে গিয়েছে। আমাদের ই-ফাইলিংয়ের মাধ্যমেই এ বদলিগুলো হয়ে থাকে।
তিনি নিঃসন্দেহে একজন ভালো অফিসার। এটার সাথে আড়ংয়ের ঘটনার কোনো সম্পর্ক নেই। এটা একটা নিয়মিত বদলির আদেশ ছিলো। তিনি ভালো কাজ করছিলেন এবং তাঁকে এখন যেখানে দেয়া হয়েছে সেখানেও তিনি ভালো কাজ করবেন এভাবেই আমাদের চিন্তাভাবনা ছিলো। এখন দু’টো ঘটনা একই সাথে ঘটে গেছে। সেটাই হলো সমস্যা।’
বদলি বাতিলের ব্যাপারে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা আসাতে জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আড়ংয়ের ঘটনার কারণেই কি এই বদলি হয়েছে? আসলে তা না। যখন আমরা দেখলাম জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখেই জনস্বার্থে আমরা আদেশটি বাতিল করেছি। আসলে এই বদলি তার জন্যে পুরস্কার বা তিরস্কার কিছুই ছিলোনা। এটা নিয়মিত বদলি।’
পূর্ববর্তী সংবাদটি পড়ুন: ২৪ ঘন্টার মধ্যে বদলি হলেন আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বলেন, ‘আড়ংয়ে অভিযানের আগেই তার বদলির আদেশ হয়। এরপর ভোক্তার ওই কর্মকর্তা ইল মোটিভেটেডলি কিছুটা প্রোপাগান্ডা করেছেন। জনমনে যেহেতু ভুল মেসেজ যেতে পারে সেজন্য আমরা আদেশটি বাতিল করেছি।’
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ফেসবুকে এক পোস্টে লেখেন, সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের ভেজাল ও ঈদ উপলক্ষে পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধিবিরোধী অভিযান প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বদলিসংক্রান্ত বিষয়টি ব্যাপক আলোচনা হওয়ায় ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে যথাযথ কর্তৃপক্ষ মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি আদেশ বাতিল করেছে।
উল্লেখ্য, আড়ং-এর উত্তরা শাখায় ২৫ মে যে পাঞ্জাবী ৭৩০ টাকায় বিক্রি হয়েছিলো, সেই একই পাঞ্জাবী ৩১ মে ১ হাজার ৩১৫ টাকায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন এক নারী ক্রেতা। অভিযোগের প্রেক্ষিতে ৩ জুন সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়। এরপর আড়ংকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর সেদিন বিকেলেই ওই কর্মকর্তার বদলি আদেশের বিষয়টি জানাজানি হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক-আলোচনা সমালোচনার জন্ম দেয় ঘটনাটি।