পার্বত্য চট্টগ্রাম (ভূমি অধিগ্রহণ) রেগুলেশন (সংশোধন) আইন, ২০১৯-এর খসড়া অনুমোদিত হয়েছে। সোমবার নবগঠিত মন্ত্রীসভার প্রথম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রীপরষদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের ভূমি অধিগ্রহণে সমতলের জনগণের সঙ্গে সমতা বিধানের জন্যে যে অধ্যাদেশ জারি করা হয়েছিলো, সেটাকেই আইন আকারে আনা হয়েছে।
তেজগাঁওয়ের কার্যালয়ে নবগঠিত মন্ত্রীসভার প্রথম বৈঠকটিতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে সচিবালয়ে সাংবাদিকর ব্রিফিংকালে মন্ত্রীপরিষদ সচিব মোঃ শফিউল আলম এসব কথা জানান।
তিনি জানান, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ক্ষেত্রে আগে সমতল এবং পাহাড়ের নিয়মে ব্যবধান ছিলো। পাহাড়ে ভূমি অধিগ্রহণে ১৫ শতাংশ এবং সমতলের ভূমি অধিগ্রহণে ৩০০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়া হতো। এই বৈষম্য কমাতে সরকারের গত মেয়াদের শেষের দিকে সমতল এবং পাহাড় দুই ক্ষেত্রেই ৩০০ শতাংশ ক্ষতিপূরণ নির্ধারণ করে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়। সেটিকে এখন আইনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।