পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর মাতা মা চ য়ই মারা গেছেন। শনিবার রাত ১১.৪৫ মিনিটে বান্দরবান শহরের নিজ বাসভবনে তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ১৫ অক্টোবর দুপুরে বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
পার্বত্য মন্ত্রীর মাতৃবিয়োগে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা , উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, পৌর মেয়র ইসলাম বেবীসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন। সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ তাঁকে দেখতে গেছেন।