ভারতের পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ করার বিল পাশ করেছে রাজ্যের বিধানসভা। বৃহস্পতিবার বিলটি পাশ হয়। খবর জি নিউজ ইন্ডিয়ার।
এখন চূড়ান্ত অনুমোদন পেতে লোকসভার অনুমোদন লাগবে। সেখানে পাশ হয়ে গেলেই পশ্চিমবঙ্গ পরিচিতি পাবে ‘বাংলা’ নামে।
২০১১ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার রাজ্যটির নাম বদলের উদ্যোগ নেন, মমতা বন্দোপাধ্যায়। তবে তা সফল হয়নি। বছর দুয়েক আগে ২০১৬ সালের আগস্টে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাশ হয় বিধানসভায়। ওই প্রস্তাবনায় তিনটি পৃথক ভাষা বাংলা, হিন্দি ও ইংরেজিতে রাজ্যের নাম ‘বেঙ্গল’ করার সুপারিশ করা হয়। প্রস্তাবটি পাশ করতে সম্মত হয়নি লোকসভা।
এবার নতুন করে বিল পাস করলো মমতার সরকার। এই বিলে তিন ভাষায়ই রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব করা হয়েছে।