অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে বান্দরবানের জীবনযাত্রা। চট্টগ্রাম বিভাগীয় গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের ৯দফা দাবিতে ডাকা ধর্মঘটে রোববার সকাল থেকে বান্দরবানে কোনো দূরপাল্লার যানবাহন ছাড়েনি। ফলে বান্দরবান থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীন সড়কগুলোতেও যান চলাচল করছে। থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
কোনো আগাম ঘোষণা ছাড়াই পরিবহণ ধর্মঘট ডাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন রুটে বিকল্প হিসেবে চলা সিএনজিসহ ছোট যানবাহনগুলো দ্বিগুণ-ত্রিগুণ ভাড়া আদায় করছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।
রোববার সকালে বান্দরবান বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, বান্দরবান কেরাণীহাট সড়কে চলাচলকারী সিএনজিগুলো কেরাণীহাট পর্যন্ত যেতে যাত্রীপ্রতি ১০০-১২০ টাকা ভাড়া দাবি করছে। এই রুটে স্বাভাবিক সময়ে যাত্রীপ্রতি ৬০ টাকা ভাড়া।
বাজালিয়া যাবার জন্যে অপেক্ষা করছিলেন এক ব্যবসায়ী আকবর হোসেন। তিনি জানান, অন্য সময় প্রতিদিন ৬০ টাকায় যাতায়াত করি। কিন্তু আজকে হঠাৎ করে দেখি বাস বন্ধ। সিএনজি চালকরা ১২০ টাকা দাবি করছেন। এ নিয়ে কিছুক্ষণ ধরে অনেক যাত্রীর সাথে চালকদের ঝগড়াঝাটিও হয়ে গেছে।
সিএনজি চালক মফিজুর রহমান বলেন, ধর্মঘটের সময় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়, তাই আমরা সামান্য বেশি ভাড়া নিচ্ছি।