মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের জিরো পয়েন্টের ৪টি অস্থায়ী শিবিরে আশ্রয় নেয়া ১৬ হাজার রোহিঙ্গাকে উখিয়ার শরণার্থী শিবিরে স্থানান্তরের কাজ শুরু হয়েছে।
রবিবার সকালে সাপমারাঝিরি অস্থায়ী ক্যাম্প থেকে ৪৬ টি রোহিঙ্গা পরিবারের ১ শত ৯৯ জনকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তবে হস্তান্তর বিষয়ে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছিল না।
রেডক্রিসেন্ট ও রেডক্রসের সহায়তায় শরণার্থী ত্রাণ কমিশন রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া বাস্তবায়ন করছে।
শরনার্থী ত্রাণ কমিশনের অতিরিক্ত কমিশনার মো. শামসুদ্দোজা বলেন, কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য তাঁবু পানীয় জলের ব্যবস্থা, ল্যাট্রিন নির্মাণ সহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পার্বত্য অঞ্চল থেকে আশ্রিত রোহিঙ্গাদের কুতুপালং ক্যাম্পে সরিয়ে নেওয়া হচ্ছে।
আগামী তিন সপ্তাহের মধ্যে সাপমারাঝিরি, বড়ছনখোলা, বাহিরমাঠ ও কোনারপাড়া সীমান্তে আশ্রয় নেওয়া ১৬ হাজার রোহিঙ্গাকে পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা দরকার।