২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই নানা কারণে আলোচিত-সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক জরিপে দেখা গেছে, দ্বিতীয় মেয়াদে জয়ের আশা বাড়ছে ট্রাম্পের। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ৪৬ ভাগ মার্কিনী। যদিও এমনটা চান না ৪৭ ভাগ মার্কিনী।
এর আগে গত মার্চ মাসে এক জরিপে ৫৪ ভাগ প্রাপ্তবয়স্ক জানিয়েছিলেন, তারা দ্বিতীয় মেয়াদে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। তবে আগের চেয়ে তার প্রতি সমর্থন বেড়েছে। পুরুষদের মধ্যে ৮ ভাগ এবং নিরপেক্ষ ভোটারদের মধ্যেও সমর্থনের হার বেড়েছে। মার্চে যা ছিল ৩৯ ভাগ, এখন সেই হার ৪৭ ভাগে দাঁড়িয়েছে। কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের প্রতিও মানুষের আস্থা বেড়েছে। মার্চের ৩৭ ভাগ থেকে বেড়ে এখন ৪৬ ভাগে দাঁড়িয়েছে।
২০২০ সালেও প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন ট্রাম্প- এমনটা মনে করেন ৭৪ ভাগ রিপাবলিকান এবং রিপাবলিকান সমর্থিত নিরপেক্ষ মার্কিনী। অন্যদিকে অনেকের মতে, ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতে পারেন ডেমোক্র্যাট দলের জো বাইডেন।