দেশের দীর্ঘ মানব (৮ ফিট ৬ ইঞ্চি উচ্চতা) জিন্নাত আলী মারা গেছেন।
দীর্ঘসময় ধরে ব্রেইন টিউমার জনিত রোগে ভোগার পর মঙ্গলবার ভোররাতে চট্টাগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এসময় তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
কক্সবাজারের রামুর বাসিন্দা জিন্নাত আলী বেশ কিছুদিন ধরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার তাকে অবস্থার অবনতি হলে চমেকে র্ভতি করানো হয়। এর আগে জিন্নাত বেশ কয়েকবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসা নেন।
বিগত ২০১৮ সালে জিন্নাত আলী উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন। এসময় প্রধানমন্ত্রী তার উন্নত চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা অনুদানও দিয়েছিলেন।
জানা গেছে, মাত্র এগারো বছর বয়স থেকেই জিন্নাতের শরীর অস্বাভাবিক ভাবে দীর্ঘ হতে শুরু করে। তার মস্তিস্কে টিউমারের কারণে শরীরের অস্বাভাবিক বৃদ্ধি হয় বলে জানায় চিকিৎসকরা।