প্রচ্ছদ জেলার খবর দূর্গোৎসবের শেষ প্রস্তুতি চলছে বান্দরবানে

দূর্গোৎসবের শেষ প্রস্তুতি চলছে বান্দরবানে

দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। সারাদেশের মতো দূর্গা উৎসবকে ঘিরে বান্দরবান পার্বত্য জেলায়ও চলছে নানা আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের মাঝেে উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূতের্র প্রস্তুতি।

প্রতিটি পূজা মন্ডপে চলছে প্রতিমা সাজানোর শেষ মূহুতের্র কাজ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা সাজানোর শিল্পীরা। শহরের বিভিন্ন মন্ডপে চলছে উৎসবের আমেজ।

বান্দরবান শহরের রাজার মাঠে গিয়ে দেখা যায়, পুরো মাঠ জুড়ে চলছে নানা আয়োজন। মাঠের চারপাশের উঁচু ভবন গুলোতে করা হয়েছে আলোক সজ্জা। প্রস্তুুতি চলছে শারদীয় লোকজ মেলার।

পূজা উদযাপন কমিটির সূত্র জানায় এবার জেলায় মোট ২৭ টি মন্ডপে চলবে শারদীয় দূগোর্ৎসব।

উৎসব উদযাপন পরিদের সভাপতি লক্ষী পদ দাশ বলেন, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রধান পূজা মন্ডপ রাজার মাঠে ব্যাপক প্রস্তুুতিও শেষের দিকে।

পূজা উৎসবকে ঘিরে কোনো প্রকার আইনশৃংখলার যাতে অবনতি না হয় সে ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে আইনশৃংখলা বাহিনী।

পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, পূজাকে ঘিরে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আগামী ৪ সেপ্টেম্বর রাজার মাঠে দূর্গোৎসবের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ এসময় উপস্থিত থাকার কথা রয়েছে।

শেয়ার করুন