তঞ্চঙ্গ্যা বর্ণমালার কী-বোর্ড তৈরি করলেন অরুণ কুমার তঞ্চঙ্গ্যা

তঞ্চঙ্গ্যা ভাষায় কী-বোর্ড লে-আউটের ডিজাইনার অরুণ কুমার তঞ্চঙ্গ্যা।

বিশেষ প্রতিনিধি: তঞ্চঙ্গ্যা বর্ণমালায় লেখার জন্যে কী-বোর্ড লে-আউট ডিজাইন করেছেন রাঙামাটির অরুণ কুমার তঞ্চঙ্গ্যা। উইন্ডোজ প্ল্যাটফর্মে বিজয় সফটওয়্যারের মাধ্যমে এই কী-বোর্ডটি ব্যবহার করা যাবে।

কী-বোর্ডটির ডিজাইনার অরুণ মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, ২০০৬ সালের দিকে আইটি বিশেষজ্ঞ বাংলার বিজয় কী-বোর্ডের উদ্ভাবক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছ থেকে কাজ শিখা ও তাঁর সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। সেই সময়ে বিজয় চাংমা নামের একটি ফন্ট ব্যবহার হতো।

উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য ডিজাইনকৃত তঞ্চঙ্গ্যা ভাষার কী-বোর্ড লে-আউট

ফন্টটি দেখার পর তিনি তঞ্চঙ্গ্যা বর্ণমালার ফন্ট তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেন। সেই সময়ে মনোজ কুমার তঞ্চঙ্গ্যা, অরিযজ্যোতি থের ভান্তের উৎসাহ এবং সহযোগিতায় কাজে নেমে পড়েন। গ্রাফিক্স ডিজাইনের কাজ জানার কারণে ফন্ট ডিজাইন করার তার জন্যে কিছুটা সহজ হয়েছিলো।

রাঙামাটি জেলার বিলাইছড়ি ইউনিয়নের ফারুয়া ইউনিয়নের জামুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার তঞ্চঙ্গ্যা। তিনি মনে করেন, প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় পাঠদানের যে কর্মসূচি রয়েছে, তাতে সহায়ক হবে এই কী-বোর্ড লে-আউট।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার (বাতকস) সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা জানান, তঞ্চঙ্গ্যা মাতৃভাষায় কী-বোর্ড চালু হওয়াটা বাংলাদেশে তঞ্চঙ্গ্যা জাতির জন্যে একটি মাইলফলক। বিষয়টি অত্যন্ত আনন্দ ও গর্বের।

শেয়ার করুন