ডিজিটাল নিরাপত্তা আইনে আটক রাষ্ট্রচিন্তা’র সদস্য দিদারুল ইসলাম ভুঁইয়াসহ সমস্ত লেখক, কার্টুনিস্ট, এক্টিভিস্ট, সমালোচক ও সাংবাদিকদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ মে রবিবার সকাল ১১টায় প্রেস ক্লাব, মোহাম্মদপুর, ইনকিলাব মোড়, উত্তরাসহ দেশের বিভিন্ন জায়গায় একযোগে এসব কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
ঢাকার বাইরে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মাগুরা, কুড়িগ্রাম (সদর), নাগেশ্বরী (কুড়িগ্রাম), ঈশ্বরদী (পাবনা), বেড়া (পাবনা), পাকশী (পাবনা), ময়মনসিংহ, রংপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনাসহ বিভিন্ন জেলা ও উপজেলায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা তাঁদের বক্তব্যে সংবিধান ও আদালতের আদেশ লংঘন করে সাদা পোশাকে কাউকে আটক করার প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁরা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সকলের মুক্তি দাবি করেন। একইসাথে ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘নিপীড়নমূলক আইন’ দাবি করে এই আইন বাতিলের আহবান জানান তাঁরা।
ঢাকা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে রাষ্ট্রচিন্তা, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ডাকসু’র একাংশ, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ লেখক, গবেষক, অনলাইন এক্টিভিস্টরা অংশ নেন।
এসব দাবির সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ডাকসু ভিপি নুরুল হক নুর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান, রাষ্ট্রচিন্তার সদস্য হাসনাত কাইয়ুম ও রাখাল রাহা প্রমুখ।