ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলে খাগড়াছড়ির সাংবাদিক

ডিজিটাল নিরাপত্তা আইনে এক নারীর মামলায় সাত দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুুরুল আজম। রোববার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রোখসানা পারভীনের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

গত ১৪ জানুয়ারি এক স্কুল শিক্ষিকার দায়ের করা মামলায় পুলিশ নুরুল আজমকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ওই শিক্ষিকার ব্যক্তিগত গোপনীয় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার অভিযোগ আনা হয়। সেদিনই তাঁকে গ্রেফতার করে খাগড়াছড়ি থানা পুলিশ।

গ্রেফতারের পর সাতদিন কারাভোগ করে ২১ জানুয়ারি জামিনে মুক্তি পেলেন নুরুল আজম।

শেয়ার করুন