খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে এবার জেলে গেলেন স্থানীয় সাংবাদিক নুরুল আজম। তিনি খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি। দুপুরে নিজ অফিসের নীচ থেকে তাকে গ্রেফতার করে খাগড়াছড়ি জেলা পুলিশ।
খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম জানান, গ্রেফতারকৃত আসামী এক নারীর আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে প্রচার করায় তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা রুজুর পর তাকে আটক করে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
এদিকে মামলাটি মিথ্যে এবং বানোয়াট বলে মন্তব্য করেছেন সাংবাদিক নুরুল আজমের স্ত্রী। তিনি বলেছেন স্থানীয় সাংবাদিক জীতেন বড়ুয়া পূর্ব শত্রুতার জের ধরে নিজের স্ত্রীকে ব্যবহার করে মামলাটি করিয়েছেন। সুষ্ঠু তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে।
সাংবাদিক নুরুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও এসএটিভি’র খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।