প্রচ্ছদ ফটো ফীচার ঝাড়ু ফুলে বাড়তি আয়

ঝাড়ু ফুলে বাড়তি আয়

ফালগুন-চৈত্র মাসে পাহাড়ে প্রাকৃতিক ভাবে জন্মানো ঝাড়ু ফুল পরির্পূণতা লাভ করে। এসব ঝাড়ুফুল ঘরদোর পরিস্কারের কাজে বেশ পরিচিত একটি নাম। গৃহস্থালির কাজে ব্যবহৃত এ ঝাড়ুফুল বিক্রি করে পাহাড়ের কৃষকরা বাড়তি আয় করে থাকেন। পাহাড় থেকে ঝাড়ু ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করতে এসেছেন এই বিক্রেতা। ছবিটি বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তোলা।
শেয়ার করুন