জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিজিবি বান্দরবান সেক্টর। সেক্টর সদর দপ্তরের ব্যবস্থাপনায় এসব কর্মসূচির মধ্যে ছিলো দুস্থ জনগণের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা।
১৫ আগষ্ট বিকালে বান্দরবানের পূর্ব কালাঘাটা, হানসামা পাড়া, ক্রাইক্ষ্যং পাড়া, ফরেস্ট টিলা ও সংশ্লিষ্ট এলাকার ১০০ পাহাড়ি-বাঙ্গালি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি এবং আলু বিতরণ করা হয়।
একই সাথে বিজিবি’র মেডিকেল টিম প্রায় ২০০ দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল। উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মোঃ এখলাছুর রহমান।
এ সময় মহান স্বাধীনতা যুদ্ধের সাহসী ও বলিষ্ঠ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি