চীন থেকে শীঘ্রই করোনাভাইরাস সনাক্ত করার কীট বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালযের এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
প্রবাসীদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতটুকু সম্ভব বাংলাদেশ সফর এড়িয়ে চলুন। কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেগুলো বাড়ানোর ব্যবস্থা করবে বিভিন্ন দেশ। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
আগামী ৩১ মার্চ পর্যন্ত ১০টি দেশের ফ্লাইট বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র ৪টি রুট চালু থাকবে। দেশগুলো হলো যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চীন।
বিদেশ থেকে আসলে তাদেরকে অবশ্যই ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।