চীনের মূল ভূখণ্ডের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনোভাইরাস। এর মধ্যে আরো ১৬টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনোভাইরাসে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭১১ জন।
বিবিসি তাদের এক খবরে জানিয়েছে, এই ভাইরাস বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার সৃষ্টি করেছে কিনা সে বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
হু’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বুধবার বলেছেন, ‘গত কয়েক দিনে ভাইরাসটির ছড়িয়ে পড়া, বিশেষ করে কিছু দেশে এবং মানুষ থেকে মানুষ সংক্রমণ আমাদের উদ্বিগ্ন করছে।’
তিনি বলেন, ‘যদিও চীনের বাইরে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম, তবুও এটার ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’