চীনে হঠাৎ করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৬-এ। গত এক দিনে নতুন করে আরো প্রায় দেড় হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় চার হাজারে।
এ বিষয়ে চীন সরকারের স্বাস্থ্য বিভাগ জানায়, হুবেই প্রদেশের বাসিন্দাদের মধ্যেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে প্রথম এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, তাদের প্রদেশে ২৪ জনের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। গত সোমবার পর্যন্ত সেখানে এক হাজার ২৯১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এর মধ্যে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রেও প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের নাম দিয়েছে- ‘২০১৯ নোভেল করোনাভাইরাস’। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। সে কারণে অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন সফরে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বাংলাদেশেও চীন থেকে আসা লোকজনকে বিমানবন্দরে বিশেষ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।