প্রচ্ছদ জীবনযাপন ঘরে বসেই আপনার আংটির মাপ নির্ণয় করবেন যেভাবে

ঘরে বসেই আপনার আংটির মাপ নির্ণয় করবেন যেভাবে


Deprecated: Hook authorship/author/guest/before_get_data is deprecated since version 5.0.0 with no alternative available. in /home/kholqhnk/public_html/wp-includes/functions.php on line 6114

Deprecated: Hook authorship/author/guest/after_get_data is deprecated since version 5.0.0 with no alternative available. in /home/kholqhnk/public_html/wp-includes/functions.php on line 6114
অতিথি প্রতিবেদক

অনলাইনে কেনাকাটা করতে এখন অনেক কিছুর সাইজ নিজে নিজে বের করতে হয়। কাউকে কিছু উপহার দেবেন, তাতেও জানতে হবে তার সঠিক সাইজ। এজন্যে ঘরে বসেই সাইজ জানার কিছু পদ্ধতি আছে।

অঙ্গন-এর পায়ের আংটি

এখানে আমরা জানবো, কীভাবে আংটির সাইজ জানতে হয়।

যা যা লাগবে-
১. সাদা টেপ বা একটু মোটা সুতা
২. কলম
৩. মিলিমিটারে দাগ কাটা স্কেল

যা যা করতে হবে-

  • আপনি যে আঙুলের জন্য আংটি কিনবেন সেই আঙুলে শক্ত করে টেপ পেঁচিয়ে ফেলুন।
  • টেপ একবার ঘুরিয়ে এনে যেখান থেকে টেপ শুরু হয়েছিল সেখানে আসলে টেপের উপর কলম দিয়ে একটা দাগ দিন।
  • এবার টেপটা আঙুল থেকে খুলে একটা স্কেল নিন এবং স্কেলের মিলিমিটারে দাগ কাটা যেদিকে সেদিকে টেপটা বসান।
  • এবার আপনি টেপের উপর যেখানে দাগ দিয়েছেন সেই দাগটা স্কেলের শূন্য দাগের উপর বসান। তারপর টেপের শুরুর মাথা স্কেলের উপর কত সেন্টিমিটার এবং কত মিলিমিটারের সাথে মিলে যায় সেটা খুব সাবধানে মেপে নিন।
  • এবার ছবিতে দেয়া এই চার্টের মাপের সাথে মিলালেই আপনার আংটির মাপ পেয়ে যাবেন।
ring-size-chart
আংটির সাইজের চার্ট। ছবি: অঙ্গন

আংটির মাপ নেয়ার এর চেয়ে সহজ উপায় আর হয়না। আশা করি এরপর থেকে অনলাইনে আংটি কিনতে আপনাদের আর কোন সমস্যা হবেনা৷

লেখক: স্বত্ত্বাধিকারী, অঙ্গন। ফেইসবুক পেইজের লিংক: অঙ্গন

শেয়ার করুন