সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুনের শক্ত প্রমাণ চায় যুক্তরাষ্ট্র। তুরস্ককে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, যদি এমন কোনও প্রমাণ থাকে, তবে আমরা সেটা দেখতে চাই। খবর বিবিসি।
তুরস্কের দাবি, তাকে হত্যা করা হয়েছে। যদিও সৌদি প্রথমে এ ধরনের অভিযোগ অস্বীকার করে। তবে এক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, খাশোগিকে হত্যার বিষয়টি স্বীকার করতে যাচ্ছে সৌদি।
এদিকে গতকাল বুধবার আল-জাজিরা জানায়, খাশোগিকে হত্যা করতে মাত্র সাত মিনিট লেগেছে। পরে সৌদি ফরেনসিক বিশেষজ্ঞ সালেহ আল-তুবাইকি খাশোগির মৃতদেহ টুকরো টুকরো করেন।
এদিকে নিখোঁজ হওয়ার আগে লেখা খাশোগির সর্বশেষ কলাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’। এতে তিনি মধ্যপ্রাচ্যে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।