দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে স্মারকলিপি দিয়েছেন বান্দরবান জেলা বিএনপি’র নেতাকর্মীরা। ১৮ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের কাছে পৃথক স্মারকলিপি জমা দেন দলটির দুই গ্রুপের নেতাকর্মীরা। এর মধ্যে এক গ্রুপের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপি’র সভানেত্রী মাম্যাচিং। তাঁর সাথে ছিলেন দলের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষারসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। অন্যদিকে পৃথক একটি স্মারকলিপি জমা দেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিংপ্রু জেরী। তাঁর সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বেশ কয়েকজন নেতা।
কড়া পুলিশী প্রহরায় স্মারকলিপি জমা দেবার সময় তাঁদেরকে বড় কোনো শোডাউন করতে দেয়া হয়নি। এছাড়া বেশি সংখ্যক নেতাকর্মীকেও কোথাও জমায়েত হতে দেয়নি পুলিশ। গত দুই সপ্তাহে বিভিন্ন মামলায় বান্দরবানে বিএনপি’র ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।