খাগড়াছড়িতে মুজিববর্ষে সেনা রিজিয়নের ১১টি এতিমখানায় ঈদ উপহার বিতরণ

ঈদ উপহার বিতরণ। ছবি: খোলাচোখ

খাগড়াছড়ি প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে খাগড়াছড়ির ১১টি এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। মঙ্গলবার সকালে খাগড়াছড়ির বাইতুশ শরফ এতিমখানায় নগদ অর্থ ও ঈদ সামগ্রী প্রদানের মধ্য দিয়ে মুজিববর্ষে ঈদ উপহার দেওয়া শুরু হয়।

এ সময় এককালীন নগদ অর্থ ও এতিম ১৭০ জন শিক্ষার্থীর জন্য পোলাউয়ের চাল, সেমাই, চিনি, দুধ, তেলসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জি-টু) মেজর মো. সাহা উদ্দিন।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জি-টু) মেজর মো. সাহা উদ্দিন এ সময় বলেন, ‘মুজিববর্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা যাতে করে ভালোভাবে ঈদ পালন করতে পারে সেজন্য আমাদের তরফ থেকে চেষ্টা করেছি।’

এ সময় ঈদ সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা বলে, ‘সেনা বাহিনীর এই ঈদ উপহার আমাদের জন্য বড়ো পাওয়া।’ সকলের মধ্যে মিলেমিশে ঈদ আনন্দ ভাগাভাগি করে পালনের কথা জানায় শিক্ষার্থীরা।

একইসঙ্গে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে-ভুয়াছড়ি বাইতুল আমান, এতিমখানা, বেগম চন্দন নুর এতিমখানা, রহমানিয়া এতিমখানা, গারাঙ্গিয়া এতিমখানা, দারুল আইতাম এতিমখানা, কোর্ট জামে মসজিদ এতিমখানা, খাগড়াছড়ি ইসলামিয়া এতিমখানা, বাইতুল করিম এতিমখানা, আলামিনবাড়ী এতিমখানা, বাইতুল শরফ এতিমখানা ও খেজুর বাগান ইসলামিয়া এতিমখানা এই ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

শেয়ার করুন