প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়িতে দ্রব্যমূল্যের উর্ধগতি ঠেকাতে মাঠে নামলেন মেয়র

খাগড়াছড়িতে দ্রব্যমূল্যের উর্ধগতি ঠেকাতে মাঠে নামলেন মেয়র

করোনাভাইরাস আতঙ্কের সুযোগে দ্রব্যমূল্য বাড়ানোর প্রবণতা ঠেকাতে মাঠে নামলেন খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম।

তিনি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়া ও মাস্ক ব্যবহারে সচেতনতামূলক বার্তা প্রচার করেন।

মেয়র জানান, বিকেলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ভোক্তা অধিকার আইন লঙ্ঘন হচ্ছে কীনা সেটা তদারক করা হবে। এ সময় তাঁর সাথে খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, নিয়মের ব্যক্তয় ঘটলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা ইস্যুতে দ্রব্য মুল্যের উর্ধগতি ঠেকাতে পৌর কর্তৃপক্ষের নজরদারী থাকবে জানিয়ে মেয়র বলেন, মাছ, মাংস, শাক-সবজি থেকে শুরু করে চাল-ডাল ও অন্যান্য সকল প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করা হলেই আমাদেরকে তথ্য দেবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

শেয়ার করুন