করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩০, মৃত্যুবরণ করেছেন ১৬ জন

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (ফাইল ছবি)

বিশেষ প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার কারণে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও ৯৩০ জন। ফলে দেশে করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ এ ভুগে মৃত্যুবরণকারী মোট মানুষের সংখ্যা দাঁড়ালো ৩১৪ তে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে।

রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা শনিবার (১৬ মে) দুপুরে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান। এ সময় নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৬ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৭৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৬৭ হাজার ২৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ১১৭ জন ‘

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হন। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

শেয়ার করুন