কুষ্টিয়ার দুইজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন, আসাদুল হক (৫৬) ও একাব্বর আলী (৬৮)। বুধবার সকালে তাদের মৃত্যু হয়। এ সময় দুজনকে কুষ্টিয়া হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত ৬ জনের মৃত্যু ঘটলো।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার জানান, গত ১৩ জুলাই কুষ্টিয়া শহরের বারখাদা এলাকার করোনা পজেটিভ রোগী আসাদুল হক ও ২২ জুলাই চর মিলপাড়া এলাকার একাব্বর আলীকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার তাদের দুজনকে খুলনা মেডিকেল হাসাপাতলে স্থানান্তর করা হয়। সেখানে শ্বাসকষ্টজনিত কারণে বুধবার তারা দুজন মারা যান।
উল্লেখ্য, জেলায় বর্তমানে করোনা শনাক্ত রোগী সংখ্যা ৪৩৬ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেন ১২১ জন। আক্রান্তদের মধ্যে ২০ জন হাসপাতালে ও অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম জানান, খুলনায় চিকিৎসাধীন দুই রোগী প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মারা যান। স্বাস্থ্যবিধি ও সরকারী নিয়ম অনুসরণ করে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।