বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর মধ্যেই সোমবার বাংলাদেশে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর এ বছর মুসলিম জাতি ঈদ উদযাপন করলো এক অন্য রকম ঈদ।
এমন খুশির দিনেও সবাই ছিলেন ঘরবন্দী। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও কোথাও দেখা যায়নি সেই চিরচেনা কোলাকুলি। কেউ কারো সাথে করমর্দনও করেননি মুসল্লীরা।
মার্কেট, শপিং মল বন্ধ থাকায় কারো কেনা হয়নি নতুন পোশাক। কয়েকদিন আগেই দেশের ওপর দিয়ে বয়ে গেল ঘূর্ণিঝড় আম্পান। ঈদের আগের দিনই দেশে করোনায় মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে। তারপরও ঈদের খুশীকে সম্বল করতে চেয়েছে মানুষ।
রাস্তাঘাটে যোগাযোগ বন্ধ থাকায় এবারের ঈদের মূল শুভেচ্ছা বিনিময়ের উপায় ছিলো সামাজিক যোগযোগ মাধ্যম। সেখানেই হয়েছে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়।
করোনাভাইরাসের কারণে অনিশ্চিত ভবিষ্যতের ভয় ভুলে নতুন জীবনের আকাঙ্ক্ষাকেই স্বাগত জানিয়েছেন প্রায় সব মানুষ। অনেকে নিজ নিজ পরিবার পরিজনের সাথে থাকার সুযোগ পেলেও অনেকেই রয়েছেন বিচ্ছিন্ন। তাদের মধ্যে কাজ করেছে বিচ্ছিন্নতার বেদনা।
অনেকে আবার বিশেষ অবস্থায় বিশেষ ব্যবস্থা’র ঈদ উদযাপন এবং যারা এখনো সুস্থ আছেন তাদের নিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়াও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশে এভাবেই কাটলো ২০২০ সালের ঈদুল ফিতর। সবাই আশা করছেন শীঘ্রই এই অচলাবস্থা কেটে যাবে। করোনাভাইরাসের মহামারী থেকে মুক্ত হয়ে সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবার দোয়া কামনার মধ্য দিয়েই কেটেছে এবারের ঈদুল ফিতর।