ভয়াবহ করোনাভাইরাসে চীনে মঙ্গলবার পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো প্রায় ২৪ হাজার মানুষ।
চীনের হুবেই প্রদেশেই মারা গেছে ৪৭৯ জন। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ হাজার।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৯ জানুয়ারি থেকে প্রতিদিন গড়ে প্রায় চার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।