এরশাদ আর নেই

হুসেইন মুহাম্মদ এরশাদ।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন, দলটির নেতা জিয়াউদ্দিন বাবলু জানিয়েছেন।

তিনি সকাল ৭:৪৫ মিনিটে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন মি. বাবলু।

গত ২৭শে জুন সিএমএইচ-এ ভর্তি করা হয় হুসেইন মুহাম্মদ এরশাদকে।

গত এক সপ্তাহেরও বেশি সময় যাবত মি: এরশাদ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। গত দুইদিন ধরে তাঁর কোন অঙ্গ-প্রত্যঙ্গ সাড়া দিচ্ছিল না।

মি: বাবলু বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রয়াত রাষ্ট্রপতি মি: এরশাদের জানাযা এবং দাফন সংক্রান্ত সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

সাবেক রাষ্ট্রপতি মি: এরশাদের মৃত্যু শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৃত্যুকালে মি: এরশাদের বয়স হয়েছিল ৮৯ বছর। মি: এরশাদের জন্ম হয়েছিল ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায়।

১৯৮২ সালে রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে হটিয়ে সামরিক শাসন নিয়ে ২৪শে মার্চ সরকার গঠন করেছিলেন মি: এরশাদ।

প্রায় নয় বছর দেশ শাসনের পর এক গণআন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু রাজনীতিতে টিকে থাকার একটি দৃষ্টান্তও তিনি সৃষ্টি করে যান।

শেয়ার করুন